সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের জরুরী সভা জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে শনিবার সকাল ১১ টার সময় জেলা জাতীয় পার্টির অফিস রুমে শুরু হওয়ার কথা থাকলেও অফিস তালাবন্ধ করে রাখেন জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম । জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ এসে অফিস খুলতে গেলে তাদের বাধা দেয়া হয় ।
এব্যাপারে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড.হাসান সাঈদ ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গতকাল জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম আব্দুল মান্নান ফোন করে ছাত্র সমাজের নেতৃবৃন্দদের অফিসে প্রবেশের জন্য নিষেধ করেন। তিনি বলেন সভাপতির উপরে কোন কথা বলতে অপারগ । এস এম আব্দুল মান্নান সাহেবের নিষেধাজ্ঞা ভাঙতে পারবো না ।কারণ সভাপতি অফিসের ভাড়াসহ সকল খরচ বহন করেন। তিনিই জাতীয় ছাত্র সমাজকে অফিসে ঢুকতে দিতে নিষেধ করেছেন । এ নিয়ে জাতীয় পার্টি ও ছাত্র সমাজের মধ্যে দ্বন্দের জন্ম নিয়েছে ।
জেলা জাতীয় ছাত্র সমাজ অফিসে প্রবেশ করতে না পেরে অফিসের নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন ও জেলা জাপার সভাপতি এস এম আব্দুল মান্নানের হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন ।
এসময় বক্তব্যে জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আনোয়ার হোসেন পাশা বলেন, মানিকগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজ আজ সুসংগঠিত হয়েছে । সভাপতির এ সিদ্ধান্তের কারণে আমরা অবাক হয়েছি । ছাত্র সমাজকে ধংস করার জন্যই আমাদের জরুরী সভা করতে বাধা দেয়া হয়েছে । আমি ন্যাক্কারজনক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক তানজিরুল ইসলাম তানজিল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সিংগাইর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মিলন মাহমুদ,দৌলতপুর উপজেলার সভাপতি-সম্পাদকসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ । সকলেই এই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানান ।