অবিরাম রান করেই চলেছেন তুষার ইমরান। জাতীয় লিগের সর্বশেষ রাউন্ডেও সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক নতুন নতুন চূড়ায় উঠছেন প্রতিনিয়ত। ১১ হাজারের মাইলফলক স্পর্শ করলেন যেমন। এত এত রান করেও জাতীয় নির্বাচকদের নজরে না থাকাটা কষ্ট দেয় তুষারকে।
সম্প্রতি দেশের জনপ্রিয় এক পত্রিকায় সাক্ষাতকার দিয়েছেন তিনি। বলেছেন নিজের ক্ষোভের কথা।
গতকাল বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচ শেষে প্রধান নির্বাচক নান্নুর কাছে তুষার ইমরান কি জাতীয় দলের চিন্তা ভাবনায় আছে কিনা এমনটা জানতে চাওয়া হয়। সে প্রশ্নের উত্তরে নান্ন বলেন, জাতীয় দল আর জাতীয় লিগে খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জাতীয় লিগে অনেকেই রান করেতে পারে।
নান্নুর এমন বক্তব্যর জবাবে তুষার ইমরানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘তাহলে এনসিএল, বিসিএল এগুলো বন্ধ করে দিক। আমরা যারা জাতীয় দলে নেই, তারা কোথায় রান করব, বলেন? আমাদের তো এখানেই রান করতে হবে। প্রথম ইনিংস, দ্বিতীয় ইনিংস—গত কয়েক বছরের যত পরিসংখ্যানই দেখেন। তার পরও এই অবহেলা আমার প্রাপ্য নয়।’