ব্রেকিং নিউজ

কালকের ম্যাচে রুবেলের পরিবর্তে খেলবেন যে দুর্দান্ত পেসার

আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে বাংলাদেশ দলের নির্ভর যোগ্য পেসার রুবেল হোসেনের। জানাযায়, ১৫ অক্টোবর জিমে ঘাম ঝরানোর পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন রুবেল। এরপরই অসুস্থ হয়ে পড়েন রুবেল হোসেন। জ্বর ও টনসিলের কারনে বিশ্রামে যেতে হয় তাকে।

আ্জ দলের সাথে যোগ দিয়েছেন তিনি। অনুশীলনও করেছেন। তবে আগামীকাল ম্যাচে খেলবেন তার কোন নিশ্চয়তা নেই। তবে এই তারকা না খেললে ডাক পাবেন আবু হায়দার রনি।
২০১৯ বিশ্বকাপে সিনিয়র পঞ্চ পাণ্ডবের বাইরে একাদশের বাকী জায়গাগুলোর জন্য তিনজনের ওপর আস্থা রাখতে চান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে ম্যাশ বলেন, ‘আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে তাহলে কিছু প্লেয়ার আছে যাদের নিয়ে আপনার চিন্তা করার সুযোগ। নাম বললে হয়তো বা সাকিব, মুশফিক, তামিম, রিয়াদের ক্ষেত্রে হয়তো আমাদের চিন্তা করার সুযোগ কম। একই সাথে মুস্তাফিজ, রুবেল ও লিটন আছে; এরাও ভালো করছে। তবে একটি কথা আগেও বলেছি, ব্যাকআপ প্লেয়ার আমাদের অনেক কম। বিশেষ আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার মতো ব্যাকআপ।’

তিনজনের মধ্যে রুবেল হোসেন বল হাতে অনেকদিন ধরে দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। ২০১৫ বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালে তোলার অন্যতম নায়ক তিনি। বাকী দুজন লিটন দাস আর মুস্তাফিজুর রহমান অপেক্ষাকৃত তরুণ।

অধিনায়কের স্বীকারোক্তিতেই পরিস্কার, একের পর এক তরুণ ক্রিকেটারের অভিষেক ঘটানো হলেও বাংলাদেশের পাইপলাইনে আন্তর্জাতিক মানের ক্রিকেটার নেই! ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপটির বাকি আর মাত্র কয়েক মাস।

বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দেশের মাটিতে চলতি বছরে খেলবে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। নতুন বছরে খেলা রয়েছে নিউজিল্যান্ডের সাথে। এই সিরিজগুলো দিয়েই মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহর বাইরে একাদশের বাকী জায়গাগুলো পূরণ করতে হবে।

Leave a Reply