ব্রেকিং নিউজ

জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে লিটনের সাথে ওপেনিং করবেন যিনি

বাংলাদেশ স্কোয়াডে আছেন লিটন দাস এবং ইমরুল কায়েস। অন্যান্য সময় হলে এরা দুজনেই ওপেনিংয়ে নামতেন নিশ্চিত ভাবেই। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। লিটন দাসের সাথে কে করবে ওপেনিং?এশিয়া কাপের ফাইনালে লিটনের সাথে ভালো জুটি গড়েছিল মিরাজ।

তাই তাকেও দেখা যেতে পারে। আবার সাকিবের বদলে দলে আসা রাব্বিরও সম্ভাবনা রয়েছে ওপেনিং করার। যদি সেটা হয় তাহলে মিরাজ নামবেন শেষের দিকে। এছাড়াও আছেন নাজমুল হাসান শান্ত। অথবা ইমরুল কায়েস তো আছেই।

তবে এ নিয়ে একদমই চিন্তিত নন বাংলাদেশ কোচ। জানিয়েছেন, ভাল শুরু করার মতো অনেক ব্যাটসম্যানই এখন তাঁদের দলে রয়েছে।

তিনি বলেন, ফাইনালের জুটিটা অসাধারণ ছিল। আমরা সর্বদা একটা ভাল শুরু চাই, কিন্তু এটা তো সবসময় সম্ভব নয় কারণ প্রতিপক্ষের বোলাররাও মাঝে মাঝে তাঁদের কাজ দারুণভাবে করে। আমাদের হাতে অনেকগুলো অপশন রয়েছে।

Leave a Reply