ওয়ানডে সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন সৌম্য সরকার। বিকেএসপিতে আগামী ১৯শে অক্টোবর (শুক্রবার) প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুইদল। সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা।
মিরপুরে আগামী ২১শে অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরবর্তী দুই ম্যাচ হবে চট্টগ্রামে যথাক্রমে ২৪ ও ২৬শে অক্টোবর। সিলেটে আমাগী ৩’রা নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।আর ঢাকায় দ্বিতীয় টেস্ট ১১ই নভেম্বর থেকে।
উল্লেখ, হাতের চোটের কারণে সাকিব আল হাসান খেলার বাইরে। আর সাকিবের অনুপস্থিতিতে টেস্টে অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ।