মিষ্টি মেয়ে মুন্নি যার পুরোনাম হারশালি মালহোত্রা। শিশু চরিত্র হিসেবে বলিউডের তুমুল আলোচিত অভিনেত্রী হারশালি মালহোত্রা। যদিও মুন্নী নামেই সবাই তাকে চেনে।
সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় বোবা মেয়ের চরিত্রে অভিনয় করে রীতিমত সুপারস্টারের মর্যাদায় পৌঁছে গেছেন মাত্র দশ বছর বয়সি এই ছোট্ট অভিনেত্রী হারশালি মালহোত্রার। ছোট্ট অভিনেত্রী মুন্নির হাতে রয়েছে ‘দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড’-এর খেতাব।
মুন্নি ২০০৮ সালের ৩ জুন মুম্বাইয়ে জন্ম গ্রহন করেন। মুন্নির বাবার নাম বিপুল মালহোত্রা এবং মায়ের নাম কাজল মালহোত্রা । ভাই হার্দিক মালহোত্রাকে নিয়ে মোট চারজনের ছোট্ট সংসার মুন্নির। মুন্নি বর্তমানে সেভেন স্কয়ার একাডেমি স্কুলে পড়াশোনা করছেন।
আর এই স্কুলে পড়াকালিন সময়েই ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় অভিনয় করেছে। মুন্নির চরিত্রটি পেতে হারশালিক মালহোত্রাকে রীতিমত অগ্নি পরীক্ষায় দিতে হয়েছিল। অন্তত পাঁচ হাজার শিশু অভিনেত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় অডিশন দিয়ে ভাইজান সালমান খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পায় ছোট্ট অভিনেত্রী মুন্নি। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির আগে খুব একটা অভিনয়ের অভিজ্ঞতা ছিল না মুন্নির।
‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে ছবিটিতে অসাধারণ অভিনয়, নিষ্পাপ হাসি আর মনকাড়া চাহনির জন্য ভারতীয় অগণিত দর্শকের মনে জায়গা করে নেন মুন্নি। বোবা চরিত্রে অভিনয় করে সবাইকে কাঁদালেও বাস্তব জীবনে নাকি প্রচুর কথা বলেন মুন্নি। ইন্টারভিউ দিতে গেলেও প্রচুর কথা বলে এই মিষ্টি মেয়ে হারশালি মালহোত্রা।