ব্রেকিং নিউজ

জিম্বাবুয়ে বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন আশরাফুল-হাবিবুল বাশার

ক্রীড়া প্রতিবেদক, জনগণের কণ্ঠঃ আসন্ন জিম্বাবুয়ে বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন আশরাফুল এমনটি বলেছেন দলের নির্বাচন হাবিবুল বাশার সুমন।যদিও আজ জাতীয় লীগের খেলার ১ম ইনিংসে ২৯বল খেলে ০ রান আউটের শিকার হন আশরাফুল। এখন নির্বাচকরা আশরাফুলে ম্যাচে ২য় ইনিংসে দিকে চেয়ে।

সূত্র :-ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ( ডিপিএল) সর্বশেষ আসরে ৫টি সেঞ্চুরিতে জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনার জানান দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) টি-২০’তে স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছর জাতীয় দলের বাইরে থাকা আশরাফুলের উপর থেকে সকল ধরনের নিষেধাজ্ঞাদেশ কেটে যাওয়ায় সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান এখন নির্বাচকদের নজরে।

ফর্ম এবং ফিটনেস-দু’টোর পরীক্ষাই নিচ্ছেন নির্বাচকরা। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ পারফরমারদের দিকে রেখেছেন চোখ তারা।

তবে প্রথম শ্রেনীর ক্রিকেটের চলমান আসর জাতীয় ক্রিকেট লিগের ( এনসিএল) সর্বশেষ ২ রাউন্ডে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি আশরাফুল। প্রথম রাউন্ডে যেখানে ২টি ডাবল সেঞ্চুরি সহ সেঞ্চুরির সংখ্যা ১৩, সেখানে ঢাকা মেট্রোর আশরাফুল থেমেছেন ৫৩ তে। দ্বিতীয় রাউন্ডে বঞ্চিত হয়েছেন ফিফটি থেকে ( ৪৯)।

সাকিব,তামীমহীন দলে টেস্টে অভিজ্ঞ ব্যাটসম্যানের প্রয়োজন দেখা দেয়ায় আশরাফুলের দিকে চোখ সবার। তবে লিস্ট ‘এ’ ম্যাচের আশরাফুলের সঙ্গে প্রথম শ্রেনীর ক্রিকেটে আশরাফুলের সাম্প্রতিক পারফরমেন্স যাচ্ছে না মেলানো। বাংলাদেশ ক্রিকেট লিগ ( বিসিএল) এবং জাতীয় লিগের ( এনসিএল) ৪টি ম্যাচে একটিও সেঞ্চুরি নেই আশরাফুল।

এই চারটি ম্যাচে ১টি মাত্র ফিফটি তার। বোলিংয়ে অবশ্য ম্যাচ প্রতি এই চার ম্যাচে ২টি করে উইকেট শিকার করেছেন আশরাফুল। সে কারনেই টেস্ট স্কোয়াড ঘোষনার আগে আশরাফুল পাচ্ছেন জাতীয় লিগের ২ টি রাউন্ড। সোমবার থেকে বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে ঢাকা মেট্রোর ম্যাচে তাই আশরাফুল থাকছেন সবার নজরে।

শুধু আশরাফুল একাই নন, এই দুই রাউন্ডে নির্বচকদের চোখ থাকবে সৌম্য সরকার,এনামুল হক বিজয়,মুমিনুল হক,আরিফুলের দিকেও।

Leave a Reply