ব্রেকিং নিউজ

হেসেখেলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

হেসেখেলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত
প্রথম টেস্টে ইনিংস ও ২৭২ রানের বিশাল ব্যবধানে হারার পর দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে হেসে খেলে হারাল ভারত। সেই সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল ওয়েস্ট ইন্ডিজ।

হায়দ্রাবাদ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে কোন ইনিংসে দলটি ২০০ রানের কোটা পেরোতে না পারলেও হায়দ্রাবাদ টেস্টে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে দলটি সবকয়টি উইকেটের বিনিময়ে তুলে ৩১১ রান।

জবাবে ভারত প্রথম ইনিংসে করে ৩৬৭ রান সবকয়টি উইকেট হারিয়ে। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৯২ রান করেন ঋশভ পান্থ। ভারত তখন ওয়েস্ট ইন্ডিজ থেকে ৫৬ রান এগিয়ে। তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই বিপর্যয়ে পড়ে। শুন্য রানে প্রথম উইকেটের পতন ঘটে দলটির। এরপর ৬ রানে হারায় দ্বিতীয় উইকেট। দলীয় ৭০ রান তুলতেই হারায় ৬ টি উইকেট। এরপর ৫৭ রান তুলতেই ওয়েস্ট ইন্ডিজ হারায় বাকি সবকয়টি উইকেট। দ্বিতীয় ইনিংসে দলটির কেউ ৪০ রানের কোটা পেরোতে পারেনি। দলের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন সুনীল এম্ব্রিস।

তিনি ৯৫ বলে ৩৮ রান তুলে রবীন্দ্র জাদেজার বলে আউট হোন। অন্য কোন ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটে তেমন একটা ভাল রান তুলতে পারেনি। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে বেশি উইকেট পায় উমেশ যাদব। তিনি ৪ টি উইকেট তুলে নেন। রবীন্দ্র জাদেজা ৩টি, রবিচন্দ্রন অশ্বিন ২ টি ও কুলদিব যাদব ১ টি করে উইকেট পান। জয়ের জন্য ভারতের দরকার পড়ে মাত্র ৭২ রান। ওপেনিং এ খেলতে নামা পৃথ্বী ও লোকেশ রাহুলের দৃঢ় ব্যাটিংয়ে ১০ উইকেটে জয় তুলে নেয় ভারত।

Leave a Reply