ব্রেকিং নিউজ

চিকিৎসা শেষে দেশে ফিরে যা বললেন সাকিব

রোববার (১৪ অক্টোবর) চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। ফিরেই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে নির্দিষ্ট সময়ের আগেই খেলায় ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বলেন, ‘আঙুলের সমস্যাটা আসলে এমন একটা ব্যাপার যেটার কোনো বাঁধাধরা সময় নেই। হতে পারে যে সামনের মাসেও খেলতে নেমে যেতে পারি। এখন হাতে ব্যথা নেই, খুব ভালো অনুভব করছি।

গুরুত্বপূর্ণ হচ্ছে আমার হাতের সঞ্চালন ক্ষমতা ও শক্তি কত দিনে ফিরে আসে। রিহ্যাবের মাধ্যমে তাড়াতাড়ি ফিরে আসতে পারে। যদি আসে তাহলে সামনের মাসেও খেলতে পারি। আবার রিহ্যাবের পর যদি ব্যথা অনুভব করি তাহলে আবার অপেক্ষা করতে হবে যে কখন সার্জারি করতে পারব।’

বিশ্বকাপ শুধু হতে এখনো আটমাসের বেশি সময় বাকি। তবুও সবার মনে শঙ্কা, এ সময়ের মধ্যে গুড কামব্যাক হবে তো সাকিবের? এসব নিয়েও আজ কথা বলেন মিস্টার ক্যাপ্টেন, ‘ইনজুরি খেলাধুলারই অংশ। একজন-দুইজন খেলোয়াড় সব সময় ফিট থাকবে না।

সব সময় খেলতেও পারবে না। এর সুবিধা হচ্ছে নতুন নতুন খেলোয়াড়দের সুযোগ আসে। আশা করি তারা কাজে লাগাতে পারবে এবং ভালো করবে। সত্যি কথা বলতে কারো জন্য কোনো কিছু অপেক্ষা করে না। আমি আশা করি বাংলাদেশ আরও ভালো করবে। আমি ও তামিম ছাড়া যদি এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলতে পারে তাহলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না জেতার কোনো কারণ দেখি না।’

Leave a Reply