স্পোর্টস ডেস্ক,জনগণের কন্ঠ:আঙুলের ইনজুরিতে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকছেন না টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে মাহমুদুল্লাহ-মুশফিক নয় এগিয়ে থাকলেও বিসিবির একটা দল চাইছে অধিনায়কের দায়িত্ব দেওয়া হোক তরুন মিরাজের কাধে।
আগামী ২১ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে সিরিজ। সাকিব ছিটকে যাওয়ায় আসন্ন জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বভার কার হাতে তুলে দেওয়া হবে তা নিয়ে দোটানায় বিসিবি! যতটুকু জানা গেছে তাতে অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পাওয়ার রেসে সবার চেয়ে এগিয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আবার মুশফিকুর রহিমের হাতেও তুলে দেওয়া হতে পারে নেতৃত্বের ঝাণ্ডা।
বিসিবির একটা পক্ষ আবার তরুণ নেতৃত্বের পক্ষে! কর্তাদের কেউ কেউ চাইছেন ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজকেই দেওয়া হোক অধিনায়কের দায়িত্ব!
মাহমুদউল্লাহ গতকাল জানিয়েছেন, অধিনায়ত্ব করতে তিনি প্রস্তুত। বলেছেন, যদি এ ধরনের সুযোগ আসে আমি তৈরি।
চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় বাঁ হাতের কনিষ্ঠায় চোট পান সাকিব। ফলে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হয়নি তার। ওই সিরিজে অধিনায়কের ঝাণ্ডা তুলে দেওয়া হয়েছিল মাহমুদউল্লাহর হাতে। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। চট্টগ্রামে ড্র করলেও ঢাকা টেস্ট ২১৫ রানে জিতে নেয় লংকানরা।
গত বছরের অক্টোবরে সাউথ আফ্রিকা সিরিজে দলের ভরাডুবির পরই মুশফিকের কাছ থেকে টেস্টের নেতৃত্বভার কেড়ে নিয়ে তা সাকিবের হাতে দ্বিতীয় দফায় তুলে দেওয়া হয়েছিল। এদিকে তরুণ প্রতিভা মিরাজের অসাধারণ নেতৃত্বগুণেই ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেরা সাফল্য পেয়েছিল বাংলাদেশ। যুব বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনাল খেলেছিল জুনিয়র টাইগাররা।
ভবিষ্যতের ভাবনা থেকেই মিরাজকে পরখ করে দেখতে চান বোর্ড কর্তারা। এ কারণেই তাকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে!
যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। ১৫ অক্টোবর থেকে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। তার পরই টেস্ট দলের অধিনায়কের বিষয়ে ভাবা হবে। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তিনিই টেস্ট দলকে নেতৃত্ব দেবেন।