জাতীয় ক্রিকেট লীগ ২০১৮/১৯ মৌসুমের ২য় রাউন্ডের খেলায় আজ ফতুল্লায় মুখোমুখি হয় ঢাকা বিভাগ বনাম ঢাকা মেট্রো, টসে জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা বিভাগ, ওপেনার আবদুল মজিদ ও রনি তালুকদারের ব্যাট দারুন শুরু করলেও স্পিনার আরাফাত সানির বোলিং তোপে পড়ে মজিদ ১৭ ও রনি ৩০ রান করে আউট হওয়ার মাধ্যমেই ধস নামে ঢাকার ইনিংস।
মিডল অর্ডার ব্যাটসম্যান তাইবুর রহমান ও মোশাররফ হোসাইন দুর্দান্ত ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে গেলেও ৮৮ রান করা তাইবুরকে ফেরান মোহাম্মদ আশরাফুল, মোশাররফ হোসেনকে ফেরান আরাফাত সানি।
পেসার শাহাদাত হোসাইনকে নিজের ২য় শিকারে পরিণত করেন অ্যাশ, ১০তম উইকেট হিসেবে নাজমুল হোসাইনকে আউট করে ৭ উইকেট শিকার পূর্ণ করেন আরাফাত সানি। ১ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। ২০৬ রানেই থামে ঢাকার ইনিংস।
তাইবুর রহমান ৮৮, রনি তালুকদার ৩০ ও মোশাররফ হোসেন ২৭ রান করলেও আরাফাত সানির বোলিং তোপে পড়েই ৭৫ ওভারেই শেষ হয় ঢাকা বিভাগের প্রথম ইনিংস। ইনিংস বিরতি শেষে ব্যাট করতে নামবে ঢাকা মেট্রো। এর আগে প্রথম রাউন্ডে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো দুটি দলই আলাদা আলাদ ম্যাচে দারুন জয় পেয়েছিল।