নিজস্ব প্রতিবেদক, জনগণের কথা:মাশরাফি বিন মর্তুজাকে বাংলাদেশে আজীবন মনে রাখবে তার ক্যাপ্টেন্সির জন্য। শুধু নেতৃত্বই নয়, মাশরাফিকে মনে রাখতে হবে তার পারফরম্যান্সেই জন্যেই। যদিও নেতৃত্ব ও অনন্য গুনাবলির জন্য মাশরাফির কিছু বিষয় সবসময় ই আড়ালে থেকে গেছে।
সেসব কিছু বিষয় নিয়েই আজকের আয়োজন-
১. প্রথম বাংলাদেশী হিসেবে ওডিআই ক্রিকেটে ২৫০ উইকেট শিকার করেছেন মাশরাফি ১৯৪ ম্যাচে।
২. মাশরাফির আগে মাত্র ১১ জন পেসার ২০০তম ম্যাচ খেলার আগেই ২৫০ উইকেটের দেখা পেয়েছেন, যাদের মধ্যে উপমহাদেশের রয়েছে মাত্র ৫জন।
৩. এই শতকে অভিষেক হওয়া পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় মাশরাফি আছেন ৫ম স্থানে।
৪. সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি পেসারদের লিস্টে মাশরাফির অবস্থান ১৭, সেরা ১০-এ যেতে দরকার আর ৩১টি উইকেটের।
৫. উপমহাদেশের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি পেসারদের লিস্টে মাশরাফির অবস্থান ১০-এ।
৬. বাংলাদেশের জয় পাওয়া ম্যাচে মাশরাফির উইকেট সংখ্যা, বাংলাদেশের ইতিহাসে যা সর্বোচ্চও বটে। মাত্র ৮২ ম্যাচে এসেছে এই ১৪২ উইকেট!
৭. ওডিআই ক্রিকেটের ইতিহাসে টেইল এন্ডে ব্যাট করতে নেমে ১৫০০ রান করা মাত্র ৫ ব্যাটসম্যানের একজন মাশরাফি।
৮. বাংলাদেশের জয় পাওয়া ম্যাচে মাশরাফির ব্যাটিং স্ট্রাইক রেট ২০.৫ গড় এবং ১টি ফিফটিও রয়েছে এই ম্যাচগুলোতে।
৯. ওডিআইতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডটিও মাশরাফির, ৫৭ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন তিনি (উইকেট কিপার বাদে)।
আজকে শুধু মাশরাফি ওয়ানডে ফরমেটের কিছু দেয়া হল। অন্যদিন টেস্ট ও টি-টোয়েন্টি নিয়ে থাকবে বিশেষ আয়োজন।