বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে আইকন করা হয়েছে লিটন কুমার দাসকে। আইকন করার কারণে চাইলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে দলে রাখতে পারেনি।
লিটনকে দলে লুফে নিয়েছে সিলেট সিক্সার্স। বিপিএলের ষষ্ঠ আসরে সিলেটের হয়ে খেলবেন জাতীয় দলের ডানহাতি ওপেনার।
মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট সিক্সার্স।
আইকন তালিকা থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। তবে জানা গেছে তাকে ধরে রেখে সিলেট সিক্সার্স।
প্রসঙ্গত, বিপিএলে ৩৩ ম্যাচে ৪৪৯ রান করেছেন লিটন। গড় রান মাত্র ১৬.০৩। হাফ সেঞ্চুরির ইনিংস আছে মাত্র একটি। সর্বোচ্চ রান ৬৫।